কলকাতা: রোজকার রুটিন থেকে অনুষ্ঠান বাড়ি। বিয়ে থেকে যেকোনও কিছুতেই বহু মানুষ সালওয়ার কামিজ (Salwar Kameez) পরে থাকেন। এছাড়াও বহু সময়ই রোজকার কাজে বেরনোর জন্যও সালওয়ার কামিজ পরেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সালওয়ার কামিজ পরলেও রোজকার রুটিনে চমক নিয়ে আসতে পারবেন আপনি নিজেই। ছোট্ট কয়েকটা টিপস মেনে চললেই সকলের নজর কাড়তে পারবেন সালওয়ার কামিজেই।


কীভাবে সালওয়ার কামিজ দিয়েই ফ্যাশন করবেন?


১. বিশেষজ্ঞা জানাচ্ছেন, যেকোনও পোশাক দিয়েই স্টাইল করা সম্ভব। তেমনই সালওযার কামিজ পরেও। তার জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম। অনেক সময়ই সালওয়ার কামিজের গলার অংশটা বেশ বড় থাকে। একে ডিপ নেকও বলা হয়। সালওযার কামিজ যদি এমন হয়, তাহলে গলায় চওড়া একটা হার পরতে পারেন। আপনার উপর থেকে নজর সরবে না কারও। এছাড়াও লম্বা ঝোলা কানের দুল পরতে পারেন। ডিপ নেক সালওয়ার কামিজ হলে চুল বেঁধে রাখুন। তবেই আপনার কানের দুল সকলের নজরে আসবে।


২. সালওয়ার কামিজের নিচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ধরনের সালওযার কামিজ পরছেন, তার নিচের অংশের সঙ্গে মানানসই জুতো ব্যবহার করুন। হাই হিল হতে পারে। আবার ফ্ল্যাটও হতে পারে। চুড়িদার, সিগারেট প্যান্টসের মতো যদি নিচের অংশ থাকে, তাহলে তার সঙ্গে স্টিলেটো পরে নিন।


আরও পড়ুন - শীতকালে মারাত্মকভাবে সমস্যা দেখা দেয় খুসকির। কীভাবে ঘরোয়া পদ্ধতিতেই খুসকি দূর করবেন? জেনে নিন সহজ উপায়গুলো।


৩. সালওয়ার কামিজের হাতা কেমন হবে, তা অবশ্যই নির্ভর করে আপনি কেমন পছন্দ করেন তার উপর। কেউ লম্বা হতা পরতে পছন্দ করেন। কেউ আবার স্লিভলেস।


৪. ফ্যাশনের শেষ হয় ব্যাগ দিয়ে। সালওযার কামিজের রঙের সঙ্গে ম্যাচিং করে লম্বা ব্যাগ ব্যবহার করতে পারেন। আবার ছোট পার্সও ব্যবহার করতে পারেন। সালওয়ার কামিজ পরলেও রোজকার রুটিনে চমক নিয়ে আসতে পারবেন এই পদ্ধতিগুলো মানলেই।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি করার জন্য অবশ্যই বিশেষজ্ঞর সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি করার জন্য অবশ্যই বিশেষজ্ঞর সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।