নয়াদিল্লি: এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছে ভারতীয় দল। প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের লোকজন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের অভিনন্দন জানাচ্ছেন। বাদ যাননি বলিউড তারকারাও। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টাও ভারতীয় দলকে অভিনন্দন জানান। কিন্তু সেটা করতে গিয়েই তিনি ভুল করে বসেন। ট্যুইটে প্রীতি লেখেন, ‘এশিয়ার প্রথম দল হিসেবে বিদেশে টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন।’

এই ট্যুইট করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যঙ্গ করা শুরু হয়।













১৯৪৭-৪৮ থেকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। তবে আজকের আগে এতবছরেও টেস্ট সিরিজ জেতা সম্ভব হয়নি। আজই প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতলেন বিরাট। এশিয়ার অন্য দলগুলির মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশও কোনওদিন অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিততে পারেনি।