বাঁকুড়া: গাড়িতে অত্যাবশ্যকীয় পণ্যের স্টিকার সেঁটে আবগারি দফতরের গুদাম থেকে বিদেশি মদ পাচারের অভিযোগ। আটক ৭টি গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া শহরের ভাদুল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে আবগারি দফতরের গুদাম থেকে ৭টি গাড়িতে বোঝাই করে বিদেশি মদ পাচার করা হচ্ছিল। সন্দেহ হওয়ায় গাড়িগুলিকে আটক করে স্থানীয়রা। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ মদের বোতল বোঝাই গাড়িগুলিকে বাজেয়াপ্ত করে। চালকদের দাবি, মৌখিক অনুমতি নিয়েই তারা মদ নিয়ে যাচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের দাবি, লকডাউনের মধ্যে অতিরিক্ত মুনাফার লোভে প্রশাসনিক আধিকারিক ও শাসকদলের যোগসাজশে আবগারি দফতরের গুদাম থেকে বিদেশি মদ পাচার হচ্ছে। অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল বিধায়ক তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরার।
গাড়িতে অত্যাবশ্যকীয় পণ্যের স্টিকার সেঁটে বিদেশি মদ 'পাচার' বাঁকুড়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2020 01:18 PM (IST)
অভিযোগ, রাতে আবগারি দফতরের গুদাম থেকে ৭টি গাড়িতে বোঝাই করে বিদেশি মদ পাচার করা হচ্ছিল
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -