নয়া দিল্লি : কর্মসংস্থানের জন্য নয়া উদ্যোগ। রবিরার ১০০ লক্ষ কোটি টাকার প্রধানমন্ত্রী গতিশক্তি-র কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার মাধ্যমে দেশের যুবসমাজের জন্য চাকরির সুযোগ তৈরি করা হবে। এর পাশাপাশি সামগ্রিক পরিকাঠামোগত বৃদ্ধিও ঘটনাো হবে।


রবিবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে জাতীয় উদ্দেশ ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আধুনিকীকরণের পাশাপাশি ভারতকে পরিকাঠামো নির্মাণে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।


প্রধানমন্ত্রী বলেন, গতিশক্তি স্থানীয় নির্মাতাদের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক হতে সাহায্য করবে। এছাড়া ভবিষ্যতে অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনাও বাড়াবে। আগামী দিনে গতিশক্তি-ন্যাশনাল মাস্টার প্ল্যানের ঘোষণা করা হবে। পরবর্তী-প্রজন্মের পরিকাঠামোর জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। গড়ে তুলতে হবে বিশ্বমানের উৎপাদন পরিকাঠামো। ছোট কৃষকরা যাতে দেশের গর্ব হয়ে ওঠেন, সেটাই আমাদের মন্ত্র হতে হবে। এখন দেশের ৭০ টি রেল রুটে চলে কিষাণ রেল।


এর পাশাপাশি আজ জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী একাধিক বিষয় তুলে ধরেন। বলেন, বড়সড় পরিবর্তন, বড় সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। বর্তমানে বিশ্ব দেখতে পেয়েছে যে, ভারতে রাজনৈতিক সদিচ্ছার কোনও অভাব নেই। সংস্কারের জন্য প্রয়োজন ভাল ও চৌকশ সুশাসন। ভারত এখন সুশাসনের নয়া অধ্যায় রচনা করেছে, বিশ্ব তা প্রত্যক্ষ করছে।


উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, রোজগার প্রকল্পে অগ্রাধিকারের কথাও। তিনি বলেন, দেশের যে জেলাগুলিকে অনগ্রসর মনে করা হয়েছে, সরকার তাদের আশাআকাঙ্খার সঞ্চার করেছে। দেশের ১০০-র বেশি উচ্চাকাঙ্খী জেলায় শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সড়ক, রোজগার সংক্রান্ত প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই জেলাগুলির অনেকগুলিই আদিবাসী অধ্যুষিত।


এছাড়া নিজের বক্তব্যে গ্রামীণ ভারতে কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, গত কয়েক বছরে রাস্তা, বিদ্যুতের মতো সুবিধা গ্রামগুলিতে পৌঁছে গিয়েছে। এখন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গ্রামগুলি তথ্যের ক্ষমতা দিচ্ছে এবং সেখানে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে। গ্রামগুলিতেও ডিজিটাল উদ্যোগ প্রস্তুত হচ্ছে।