নয়া দিল্লি: কোভিডকালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার 'ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালোওয়্যান্স'(VDA)সংশোধন করল সরকার। ১ এপ্রিল ২০২১ থেকে লাগু হয়েছে এই নিয়ম। তবে রেগুলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই নিয়ম নয়।


নয়া সংশোধনের ফলে ন্যূনতম মজুরি বা বেতন বৃদ্ধি হবে 'ওয়ার্কার সেক্টরে'। সপ্তম বেতন কমিশনের আপডেটের ফলে উপকৃত হবেন খনি, ঘড়ি, ওয়ার্ড, সড়ক, তেলের খনি, বড় বন্দরের কর্মীরা। এ ছাড়াও এর সুযোগ পাবেন কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রতিষ্ঠিত কর্পোরেশনের শ্রমিক, কর্মীরা।


'ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালোওয়্যান্স'(VDA)-এর ফলে উপকৃত হবেন কারা ?


সপ্তম বেতন কমিশনে আপডেট প্রসঙ্গে শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার জানিয়েছেন, নতুন ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকাররে অধীনে কাজ করছেন এরকম ১.৫০ কোটি ওয়ার্কার উপকৃত হবেন। মহামারীর সময় এই মজুরি বা বেতন বৃদ্ধিতে তাঁরা লাভবান হবেন। সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে এই মন্তব্য করেছেন শ্রমমন্ত্রী।


VDA রিভিশনের পদ্ধতি কী ?


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের নিয়ম অনুসারে, গ্রাহক মূল্য সূচকের(কনজিউমার প্রাইস ইনডেক্স)-এর গড় ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের এই 'ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালাওয়্যান্স' (VDA)নির্ধারণ করা হবে। লেবার ব্যুরোর হিসেব অনুযায়ী, 'কনজিউমার প্রাইস ইনডেক্স'CPI-IW(ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার) হল এর মূল্য নির্ধারণ সূচক। নতুন বেতন বৃদ্ধির ক্ষেত্রে ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বরের CPI-IW গড়ের হিসেবকেই সূচক রূপে ধরা হয়েছে। 


কত VDA বৃদ্ধি করল সরকার ?


কেন্দ্রীয় শ্রম ও কংর্মসংস্থান মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতি মাসে VDA ১০৫ টাকা থেকে বেতন ২১০টাকা বৃদ্ধি হয়েছে। এ প্রসঙ্গে চিফ লেবার কমিশনার সেন্ট্রাল ডিপিএস নেগি জানান, কেন্দ্রীয় সরকারের পরিমণ্ডলে বা কর্মক্ষেত্রের আওতায় যে শ্রমিকরা রয়েছেন, তাঁদেরই ১০৫ টাকা থেকে মজুরি বেড়ে ২১০ টাকা হয়েছে।


নতুন ভিডিএ রেটের ফলে কোন ক্ষেত্র উপকৃত হবে ?


নয়া সংশোধনের ফলে ন্যূনতম মজুরি বা বেতন বৃদ্ধি হবে 'ওয়ার্কার সেক্টরে'। সপ্তন বেতন কমিশনের আপডেটের ফলে উপকৃত হবেন খনি, ঘড়ি, ওয়ার্ড, সড়ক, তেলের খনি, বড় বন্দরের কর্মীরা। এ ছাড়াও এর সুযোগ পাবেন কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রতিষ্ঠিত কর্পোরেশনের শ্রমিক, কর্মীরা। এই সুবিধাভুক্ত হবেন অস্থায়ী ও চুক্তি ভিত্তিক কর্মী ও ঠিকা শ্রমিকরা।