নাগপুর: ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ওই নাবালিকার ৫ বছরের ছোট বোনকে মুখ বন্ধ রাখার জন্য অভিযুক্ত ২০ টাকা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরের (Nagpur) পারদি এলাকায়। 


আরও পড়ুন: Rahul Gandhi: "রাহুল গান্ধীর জিভ কাটলে ১১ লক্ষ টাকা পুরস্কার", ঘোষণা শিব সেনা বিধায়কের; দূরত্ব বাড়াল বিজেপি


পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে নাগাদ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী ঘটনাস্থলে থাকা ওই নাবালিকার ৫ বছরের বোনকে ২০ টাকা দিয়ে কাউকে এই বিষয়ে কিছু না বলার জন্য অভিযুক্ত চাপ দেয় বলেও অভিযোগ।  ধর্ষণের ঘটনার পরে ২৪ ঘণ্টা কেটে গেলেও এখন অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দর সিংঘল পুরো তদন্তের ওপর নজরদারি চালাচ্ছেন।


আরও পড়ুন: RG Kar Case: সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি রাজ্যের, মহিলা আইনজীবীদের হেনস্থা নিয়ে সরব সিবল, CJI বললেন...


স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিতার বাবা ও মা দুজনেই দিন মজুরের কাজ করেন। অভিযুক্ত যখন ৯ বছরের শিশুটিকে ধর্ষণ করে তখন তারা দু-বোনই শুধু বাড়িতে ছিল। তাদের বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে গেছিলেন। পরে তাঁরা বাড়ি ফিরে আসার পর নির্যাতিতা সমস্ত ঘটনার কথা খুলে বলে। সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে গিয়ে পারদি পুলিশ স্টেশনে অভিযোগ জানান তাঁরা। এরপরই নির্যাতিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায় পুলিশ। পরীক্ষায় ধর্ষণ হয়েছে বলে জানা যায় এবং মেয়েটির অন্তর্বাসে রক্তের দাগও পাওয়া যায়।


আরও পড়ুন: India-Iran Relations: ভারতে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ আয়াতোল্লার, পাল্টা জবাব দিল্লির, ভারত-ইরান সম্পর্কে ফাটল?


কয়েক বছর আগে ওই নাবালিকার বাবার একটি দুর্ঘটনায় জখম হওয়ার জন্য পুরো পরিবার গোন্ডিয়ায় তাদের গ্রামের বাড়িতে ফিরে গেছিল। মাস তিনেক আগেই ফের নাগপুরে ফিরে আসে তারা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ওই পরিবারের পরিচিত কোনও ব্যক্তি বলে মনে করা হচ্ছে। তবে এখনও সঠিক ভাবে তাকে শনাক্ত করা যায়নি।


আরও পড়ুন: Arvind Kejriwal Resignation: আজ পদত্যাগ করছেন কেজরিওয়াল, AAP নয়, চাপ বাড়ল BJP-রই, নেপথ্যে একাধিক যুক্তি