ভিডিওটি শেয়ার করেছেন তাঁর ভাইপো জাহিদ এফ ইব্রাহিম। জাহিদ এ দেশের মানুষ নন, তিনি থাকেন পাকিস্তানের করাচিতে, পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি এটি ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধা অত্যন্ত যত্ন করে রুটি আর তরকারি ফয়েল শিটে প্যাক করছেন। জাহিদ লিখেছেন, আমার ৯৯ বছরের পিসি মুম্বইয়ের পরিযায়ী শ্রমিকদের জন্য খাবার প্যাক করছেন।
ভিডিওটি টুইটারে ভাইরাল হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ এটি দেখেছেন, রিটুইট, লাইক করেছেন।
দেখুন কিছু মন্তব্য