নয়াদিল্লি: কেরলের কোচিতে ভেঙে পড়ল নৌবাহিনীর হেলিকপ্টার। কোচিতে আইএনএস গেরুডা এয়ার স্টেশনে শনিবার দুপুর আড়াইটে নাগাদ ভেঙে পড়ে হেলিকপ্টারটি। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ চলাকালীন হেলিকপ্টারটি রানওয়েতে ভেঙে পড়ে। তাতে রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত এক কর্মীর মৃত্যু হয়েছে। নোবাহিনীর তরফে বিবৃতি প্রকাশ করে দুর্ঘটনার কথা জানানো হয়েছে। যদিও দুর্ঘটনার কারণ নিয়ে ধন্দ দেখা দিয়েছে। কারণ স্থানীয় সংবাদমাধ্যমে এক দাবি করা হচ্ছে, নৌবাহিনীর বিবৃতিতে আবার অন্য কারণ দেখানো হয়েছে।


ফের ভেঙে পডডল হেলিকপ্টার, কোচির রানওয়েতে দুর্ঘটনা


নৌবাহিনীর তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, 'একটি চেতক হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। আজ রক্ষণাবেক্ষণ চলাকালীন কোচির আইএনএস গেরুডা এয়ার স্টেশনে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। দুর্ভাগ্যবশত একজনের প্রাণহানি হয়েছে এই দুর্ঘটনায়'। দুর্ঘটনার নেপথ্য কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। সঠিক কারণ নির্ধারণে তদন্ত বোর্ড বসানো হয়েছে। তাদের কাছ থেকে রিপোর্টের অপেক্ষা চলছে এই মুহূর্তে।



মৃত ব্যক্তিকে যোগেন্দ্র সিংহ হিসেবে শনাক্ত করা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে প্রশিক্ষণ চলছিল। কিন্তু উড়ানের কিছু মুহূর্ত পরই সজোরে রানওয়েতে আছড়ে পড়ে সেটি। আরও একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তার অবস্থা গুরুতর। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।


ভারতীয় নৌবাহিনীর হাতে থাকা আইএনএস চেতক হেলিকপ্টার ভারতীয় প্রতিরক্ষায় ব্যবহৃত প্রাচীনতম হেলিকপ্টার। এ নিয়ে গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেয় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত আধিকারিকদের স্ত্রীদের নিয়ে সংগঠিত বিক্ষুব্ধ সংগঠনগুলি। চেতক এবং চিতার মতো প্রাচীন হেলিকপ্টারগুলি এখনও কেন ব্যবহার করা হচ্ছে, প্রশ্ন তোলা হয় সেই চিঠিতে।  তার কিছু দিন আগেই একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে পাইলট এবং তাঁঁর সহকারীর মৃত্যু হয়। তার পরই ওই চিঠি যায় প্রধানমন্ত্রীর কাছে।


প্রাচীনতম হেলিকপ্টার চেতক, ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে বার বার


শনিবার কোচিতে প্রশিক্ষণ চলাকালীন যান্ত্রিক গোলযোগের জেরেই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি উঠে এসেছে। কিন্তু নৌবাহিনীর দাবি, রক্ষণাবেক্ষণ চলাকালীন ভেঙে পড়ে হেলিকপ্টারটি। তাতেও দুর্ঘটনার কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে।