লখনউ: ঘরের পথে হাঁটা তো নয়, যেন পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল। এবার ঘটনাস্থল উত্তর প্রদেশের আরাইয়া। দুটি ট্রাকের সংঘর্ষে ২৩ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। ১৫ থেকে ২০ জন গুরুতর জখম। হতাহতদের মধ্যে পশ্চিমবঙ্গের নাগরিকও রয়েছেন। শহর কোতওয়ালি এলাকার মিহৌলি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই শ্রমিকরা রাজস্থান থেকে গোরক্ষপুর আসছিলেন।


আরাইয়ার জেলা শাসক অভিষেক সিংহ জানিয়েছেন, রাত সাড়ে তিনটে নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। যে ট্রাকে করে তাঁরা আসছিলেন তার সঙ্গে অন্য একেটি ট্রাকের ধাক্কা লাগে। হতাহতদের মধ্যে বেশিরভাগ বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।  আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।


উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকালই সরকারি আধিকারিকদের নির্দেশ দেন, যেন পরিযায়ী শ্রমিকদের অসুরক্ষিতভাবে যাত্রার নির্দেশ না দেওয়া হয়। আজ গাজিয়াবাদ ও নয়ডা থেকে শ্রমিক স্পেশাল ট্রেনও চালু হওয়ার কথা, তার মধ্যেই এই দুর্ঘটনা।

লকডাউনের জেরে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় হেঁটেই বাড়ি ফেরার রাস্তা ধরেছেন হাজার হাজার শ্রমিক। গোটা দেশ জুড়ে উঠে এসেছে এই অন্তহীন পথ চলার ছবি। খেয়ে, না খেয়ে, তেতে ওঠা গ্রীষ্মে ধুঁকতে ধুঁকতে বাড়ি ফিরছেন তাঁরা। বেশিরভাগই পৌঁছে যাচ্ছেন। আবার কেউ কেউ বরাবরের মত হারিয়ে ফেলছেন ঠিকানা।