চাঁচল: মালদার চাঁচলে বোমা ফেটে জখম হলেন এক তরুণী। পুলিশি অভিযানে স্থানীয় তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


পুলিশ সূত্রে খবর, জমিতে পড়ে ছিল বোমা। তার আঘাতেই আহত হয়েছেন ওই তরুণী। এরপরই পুলিশি অভিযানে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের জালালপুর গ্রামে।


স্থানীয় সূত্রে খবর, সকালে জমিতে শাক তুলতে গিয়েছিলেন তরুণী। সেখানে দুষ্কৃতীদের ফেলে রাখা বোমা ফেটে তিনি আহত হন। বোমায় আহত তরুণী বেরাফুল খাতুন বলেন, আমি শাক তুলতে গিয়েছিলাম। পায়ে বোমা লেগে ফেটে যায়। তাতেই আহত হয়েছি। স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, কাল রাতে বোমাবাজি হয়েছে। আজ সকালে একজন জখম হল। দুষ্কৃতীরা এসব করছে। আমরা শান্তি চাই।


এরপরই গ্রামে তল্লাশি শুরু করে পুলিশ। আর তাতেই তফিজুদ্দিন শেখ নামে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় শতাধিক বোমা। শৌচাগারের ভিতর প্লাস্টিকের জারে মজুত ছিল বোমাগুলি। তৃণমূল কর্মী পরিবারের সদস্যরা বোমা পাওয়ার ঘটনা স্বীকার করেছে। তৃণমূল কর্মীর স্ত্রী   নাজেমা বিবি আমার বাড়ি থেকে বোমা মিলেছে, আমার স্বামী তৃণমূল করে।


এই নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। মালদার বিজেপি সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরির জন্য বোমা মজুত করছে। উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন করব। তৃণমূল কংগ্রেস মুখপাত্র শুভময় বসু বলেন, এই ঘটনায় দলের কোনও যোগ নেই। পুলিশ আইন অনুযায়ী কাজ করবে। দল পাশে দাঁড়াবে না। ঘটনা প্রসঙ্গে মালদার পুলিশ সুপার জানিয়েছেন, বোমা ফেটে আহত হওয়ার ঘটনার পর পুলিশ তল্লাশি শুরু করে। সূত্র মারফত জানা যায় একজনের বাড়িতে বোমা মজুত রয়েছে। সেখান থেকে বোমা উদ্ধার হয়েছে।