নয়াদিল্লি: ফের বাড়ানো হল Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা।আগে ৩০ সেপ্টেম্বেরর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান যোগের কথা বলেছিল সরকার। এবার সেই তারিখ আরও ৬ মাস বাড়ানো হয়েছে।
এই বিষয়ে কী বলছে আয়কর বোর্ড ?
Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা নিয়ে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস Central Board of Direct Taxes(CBDT)। বোর্ডের তরফে বলা হয়েছে,কোভিডকালে মানুষের সমস্যার কথা মাথায় রেখে দুই কার্ড যোগের সীমা বাড়ানো হয়েছে। চলতি অর্থবর্ষের শেষ তারিখ পর্যন্ত এই কার্ড লিঙ্ক করাতে পারবেন সবাই।
এই নিয়ে চার বার
এই নিয়ে Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা চার বার বাড়াল সরকার। গত অর্থবর্ষের মধ্যেই এই কার্ড লিঙ্ক করানোর কথা বলেছিল কেন্দ্র। সেই অনুযায়ী ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে সবার আধারের সঙ্গে প্যান কার্ড জোড়ার কথা ছিল। যদিও কোভিডের কথা মাথায় রেখে সেই সময় বাড়িয়ে ৩০ জুন করে দেয় সরকার। তাতেও কাজ না হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরও সময় দেওয়া হয়। এবার ফের আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের সময় সীমা বাড়িয়ে ২০২২ সালের ৩১ মার্চ করা হল।
Aadhaar-PAN যোগ না হলে কী সমস্যা ?
Aadhaar-এর সঙ্গে PAN Card না জুড়লে ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি বেশকিছু সমস্যায় পড়তে হবে গ্রাহককে। অচল হয়ে যাবে প্যান কার্ড। একবার সময়সীমা চলে গেলে ১০০০টাকা জরিমানা দিতে হতে পারে গ্রাহককে। প্যান-আধার যোগ আবশ্যিক হওয়ায় এই কাজ না করলে আর্থিক লেনদেন করতে পারবেন না গ্রাহকরা।
কীভাবে প্যান কার্ডের সঙ্গে আধার জুড়বেন ?
১ প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ফিলিং পোর্টালে যান।
২ বাঁ দিকে আধার কার্ড লিঙ্ক সেকশনে ক্লিক করুন।
৩ এখানে আপনার প্যান নম্বর আধার নম্বর নাম লিখে দিন
৪ এবার ক্যাপচা ডিটেইল ফিলআপ করুন
৫ শেষে লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন। আপনার প্যান-আধার লিঙ্কিং কমপ্লিট।
৬ এর পরবর্তী কাজ আয়কর দফতরের।
সবকিছুতেই প্রামাণ্য পরিচয়পত্র
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক। তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।
আরও পড়ুন : UIDAI's Aadhaar Update:: এখনই সতর্ক হোন ! আধার কার্ড না থাকলে পাবেন না এই পরিষেবাগুলি
আরও পড়ুন : Aadhaar Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই ডাউনলোড করতে পারবেন আধার কার্ড, জেনে নিন এই পদ্ধতি
আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'