নিউ দিল্লি : আধার কার্ড। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নথিগুলির অন্যতম। আধারের সঙ্গে একাধিক পরিষেবা যুক্ত রয়েছে। যার জেরে অনলাইন পরিষেবা পাওয়া যায়। কিন্তু, এবার একটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করে দিয়েছে বলে জানাল আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউনিক আইডেনটিফিকেশন অফ ইন্ডিয়া।
কী সেই পরিষেবা ?
আধার কর্তৃপক্ষ জানিয়েছে, এর পর থেকে আর আধার রিপ্রিন্ট পরিষেবা দেওয়া হবে না। এই সংক্রান্ত পদক্ষেপের কথা আধার হেল্প সেন্টার টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে।
আধার কার্ডের রিপ্রিন্ট সংক্রান্ত গ্রাহকের এক প্রশ্নের উত্তরে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই পরিষেবা আর দেওয়া হয় না। গ্রাহককে এও জানিয়ে দেওয়া হয় যে, তিনি অনলাইনে নতুন আধার PVC কার্ড পরিষেবার জন্য আবেদন করতে পারেন। এছাড়া যদি তিনি চান তাহলে ফ্লেক্সিবল পেপার ফর্ম্যাটে e-Aadhaar প্রিন্ট করে নিতে পারেন।
সম্প্রতি UIDAI-এর তরফে ATM কার্ডের মতো PVC Aadhaar card-এর সূচনা করেছে ইউনিক আইডেনটিফিকেশন অফ ইন্ডিয়া(UIDAI)। এই কার্ড ওয়াটারপ্রুফও। আপনি PVC Aadhaar card পেতে পারেন। এবং এটি বহন করাও সহজ। এর আগে প্রিন্টেড ফর্মে কাগজে আধার পাওয়া যেত।
কীভাবে পাবেন PVC Aadhaar card ?
PVC Aadhaar card পেতে হলে আপনাকে ৫০ টাকা জমা দিতে হবে।
PVC Aadhaar card পাওয়ার ধাপগুলি জানুন :
UIDAI-এর ওয়েবসাইট uidai.gov.in অথবা resident.uidai.gov.in-এ যান এবং আধার কার্ডের অর্ডার করুন।
আপনাকে আধার কার্ডের নম্বর দিতে হবে। এছাড়া ভার্চুয়াল ID নম্বর এবং আপনার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
এরপর কার্ড অর্ডার করার জন্য আপনাকে ন্যূনতম ৫০ টাকা ফি জমা করতে হবে।
এমনকী আপনার মোবাইল নম্বর যদি আধার কার্ডের সঙ্গে যুক্ত নাও থাকে, তাহলেও আপনি PVC Aadhaar card-এর জন্য আবেদন করতে পারবেন।