নয়াদিল্লি : এবার থেকে সদ্যোজাতের নামও নথিভুক্ত করা যাবে আধার কার্ডে। কাছের আধার এনরোলমেন্ট সেন্টারেই করা যাবে সেই কাজ। এমনকী কিছু নির্দিষ্ট হাসপাতালেও শুরু হয়েছে এই নথিভুক্তিকরণ প্রক্রিয়া।


সদ্যোজাতের জন্য আধার কার্ড


এতদিন বড়দের পাশাপাশি ৫ বছরের নীচের শিশুদের জন্য চালু ছিল এই প্রক্রিয়া। এবার সদ্যোজাতের জন্য আধার কার্ড করার সুযোগ দিচ্ছে 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI)। সম্প্রতি অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এই খবর জানিয়েছে আধার কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, ''আপনার শিশুদের ইউনিক আইডেনটিটি প্রদান করুন। এখন সদ্যোজাত শিশুর নামও আধারে নথিভুক্ত করা যাবে।''


৫ বছরের কম বয়সিদের জন্য ব্লু কার্ড


'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' আরও জানিয়েছে, এবার থেকে পাঁচ বছরের কম বয়সিদের জন্য নীল রঙের 'বাল আধার কার্ড' দেওয়া হবে।তবে সেই ক্ষেত্রে ৫বছর হলেই শিশুদের বায়োমেট্রিক তথ্য আপডেট করা আবশ্যিক। কাছের আধার কেন্দ্রে নিয়ে গেলে সহজেই এই কার্ড করাতে পারবেন অভিভাবকরা।


বাল আধার কার্ডের সুবিধা


১. ৫ বছরের নীচের শিশুদের বাল আধার কার্ড পরিবারের জন্য সুবিধাজনক। কারণ এর মাধ্যমে রেল, বিমান যাত্রা বা হোটেলে এই কার্ড শিশুর পরিচয়পত্র হিসাবে গণ্য হবে।


২. এখন বেশিরভাগ স্কুলই ভর্তির সময় বাল আধার কার্ড দেখতে চাইছে।


৩. শিশুদের সরকারি স্কুলে মিড-ডে মিল বাধ্যতামূলক করেছে সরকার। সেক্ষেত্রে এই কার্ড করা থাকলে ভুয়ো শিশুদের জন্য নতুন করে ভর্তুকি দিতে হবে না সরকারকে। ফলে শিশুর সংখ্যা অনুসারে খরচ করবে সরকার।


৪. শিশু যেন সরকারের কোনও ধরনের ভরতুকির প্রকল্প থেকে বাদ না পড়ে তার জন্যও এই কার্ডের প্রয়োজন রয়েছে।



বাল আধারের জন্য কী কী নথির প্রয়োজন ?


বাল আধার কার্ড পেতে শিশুর বয়স যে ৫ বছরের নীচে তার প্রমাণ দিতে হয় অভিভাবককে। এ প্রসঙ্গে কাজে লাগে শিশুর জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট।


শিশুর আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আধার কার্ডের নথি দেখাতে হবে। তারফলে বাল আধার কার্ডের সঙ্গে বাবা-মায়ের আধারও লিঙ্ক করা থাকবে।


শিশু স্কুলে ভর্তি হলে আধার রেজিস্ট্রেশনের জন্য স্কুলের আইডি কার্ড দেখাতে হবে। অথবা শিশুর পরিচয়ের বিষয়ে স্কুলের কোনও প্রামাণ্য নথি।


৫ বছরের বেশি এমন শিশুদের জন্য আধার কার্ড


শিশুর বয়স ৫ বছর বা তার বেশি হলে আধার আপডেট করতে বায়োমেট্রিক তথ্য দেওয়টা আবশ্যিক। শিশুর বয়স ১৫ বছরের বেশি হলে আবার বায়োমেট্রিক আপডেট করতে হবে কার্ডের। এই ক্ষেত্রে আঙুলের ছাপ, চোখের আইরিস স্ক্যান, ডিজিটাল ফটো নেবে আধার অথরিটি।


কীভাবে বাল আধার কার্ডের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করবেন ?


বাল আধার কার্ডে রেজিস্ট্রেশনের জন্য শিশুর বাবা-মাকে প্রথমে 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI)-এর অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। যদি কোনও কারণে আধারের কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে অবশ্যই তা আগে যোগ করুন। এরপর নীচের পদক্ষেপগুলি গ্রহণ করুন।


ওয়েবসাইটে আগে লগ-ইন করুন


১. প্রথমে আধারের অফিশিয়াল অনলাইন পোর্টালে এই লিঙ্ক দিয়ে লগ ইন করুন।
২. এবার আধার কার্ডের রেজিস্ট্রেশন লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে।


পরিচয়ের বিষয়ে সঠিক তথ্য


৩. এবার পোর্টালের নিয়ম মেনে শিশুর নাম, বাবার মোবাইল নম্বর, ইমেল আইডি জমা দিন।


৪. ব্যক্তিগত তথ্য দেওয়ার পর এবার রাজ্য , জেলা, ঠিকানা সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে জমা করুন।


অ্যাপয়েন্টমেন্টের তারিখ


৫. ফিক্স অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করুন। এবার আধার কার্ডের রেজিস্ট্রেশনের তারিখ ঠিক করুন।


৬. একটা নির্দিষ্ট সেন্টার বেছে নিন।


৭. এবার অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুসারে এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে আপনাকে।


৮. আগে অনলাইনে সাবমিট করা সব ধরনের ডকুমেন্ট এখানে যাচাই হবে।


৯. বাছাই পর্বের সময় যদি শিশুর বয়স পাঁচ বছর হয়, তাহলে বায়োমেট্রিক তথ্য নিয়ে তা আধার কার্ডে লিঙ্কে দিয়ে দেওয়া হবে।


১০. ভেরিফিকেশন প্রসেস পুরো হলে আপনার কাছে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর আসবে। যা দিয়ে আপনি বাল আধার কার্ডের আবেদনের অবস্থান সম্পর্কে জানতে পারবেন।


১১. ভেরিফিকশেন শেষ হলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা এসএমএস আসবে।


১২. এসএমএস পাওয়ার ৬০ দিনের মধ্যে বাল আধার কার্ড ইস্যু হয়ে যাবে।