আগরতলা: আসন্ন লোকসভা নির্বাচনে একক শক্তিতে লড়াই করবে ত্রিপুরায় বিজেপির শরিক আইপিএফটি। দলের মুখপাত্র মঙ্গল দেববর্মা বলেছেন, গত ৩ মার্চ আইপিএফটি-র কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেববর্মা আইপিএফটি-র সহকারী সাধারণ সম্পাদকও। তিনি বলেছেন, গত ৫ জানুয়ারি ত্রিপুরায় বিজেপি সভাপতি অমিত শাহর সফরের সময় তাঁর কাছে স্মারকলিপি জমা দিয়ে তফশিলী উপজাতিদের জন্য সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনটি আইপিএফটি-কে দেওয়ার দাবি জানিয়েছিলেন। অমিত শাহ তাঁদের দাবি সম্পর্কে মতামত জানাবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তারপর আর বিজেপি সভাপতি ওই দাবি সম্পর্কে কিছু জানাননি বলে জানিয়েছেন দেববর্মা।
আইপিটিএফের অনুরোধের জবাব বিজেপি সভাপতি না দেওয়ায় তাঁরা রাজ্যের দুটি আসনেই প্রার্থী দেওযার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন দেববর্মা। তিনি আরও বলেছেন, দুই আসনের প্রার্থী বাছাই ও ভোটের প্রচারের পদ্ধতি স্থির করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আইপিটিএফ সভাপতি এন সি দেববর্মা ওই কমিটির চেয়ারম্যান।
আইপিটিএফের এই পদক্ষেপ সম্পর্কে প্রশ্নের জবাবে বিজেপি মুখপাত্র অশোক সিনহা বলেছেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। লোকসভা ভোটে তারা কী করবে, তা আইপিটিএফের ওপর নির্ভর করছে। বিজেপির ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত নেন দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্ব।
ত্রিপুরায় লোকসভা নির্বাচনে একলা লড়াই করবে বিজেপির শরিক আইপিএফটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Mar 2019 07:11 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -