বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের গবেষণাগারে বিস্ফোরণ, মৃত ১, জখম ৩
Web Desk, ABP Ananda | 05 Dec 2018 08:29 PM (IST)
বেঙ্গালুরু: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের এরো-ডায়নামিক্স গবেষণাগারে বিস্ফোরণে মৃত্যু হল এক টেকনিশিয়ানের। তাঁর নাম মনোজ (৩২)। তিনি মাইসুরুর বাসিন্দা। এই বিস্ফোরণে তিনজন জখম হয়েছেন। পুলিশ সূত্রে খবর, আজ দুপুর ২.২০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। সেই সময় একটি বেসরকারি সংস্থার চার টেকনিশিয়ান কাজ করছিলেন। জখম ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটে সেটা এখনও জানা না গেলেও, সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলেই সন্দেহ। ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা শুরু করেছেন।