সিবিআই-এর ২ শীর্ষকর্তার ‘বিড়ালের মতো লড়াইয়ে’ মুখ পুড়েছে সরকারের, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র
Web Desk, ABP Ananda | 05 Dec 2018 07:32 PM (IST)
নয়াদিল্লি: ‘সিবিআই-এর দুই শীর্ষকর্তা অলোক বর্মা ও রাকেশ আস্থানার বিড়ালের মতো লড়াইয়ের ফলে মুখ পুড়েছে সরকারের।’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে এমনই বললেন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল। তাঁর বক্তব্য, ‘সিবিআই ডিরেক্টর (বর্মা) ও স্পেশাল ডিরেক্টরের (আস্থানা) দ্বন্দ্ব এই সংস্থার সততা ও সম্মান ভুলুন্ঠিত করছিল। দুই শীর্ষকর্তা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে লড়াই করছিলেন। এর ফলে সিবিআই বিড়ম্বনা পড়ে। তাঁরা এটা করতে পারেন না।’ অ্যাটর্নি জেনারেল আরও জানিয়েছেন, ‘সিবিআই-এর দুই শীর্ষকর্তার লড়াই থামানোর জন্য কেন্দ্রের হস্তক্ষেপ দরকার ছিল। জুলাই ও অক্টোবরে অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতেই ব্যবস্থা নিয়েছে সরকার। না হলে দুই শীর্ষকর্তার লড়াই কবে এবং কীভাবে থামত, সেটা ঈশ্বরই জানেন। সিবিআই-এর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই সরকারের প্রধান উদ্দেশ্য ছিল।’