আমদাবাদ: পুলিশ নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও মোবাইল ফোনে পাবজি গেম খেলার অভিযোগে গুজরাতের রাজকোট থেকে গত দু’দিনে গ্রেফতার করা হয়েছ ১০ জনকে। ধৃতদের মধ্যে ৬ কলেজপড়ুয়াও রয়েছেন বলে জানিয়েছেন রাজকোট তালুকার পুলিশ ইন্সপেক্টর ভি এস বানজারা। তিনি বলেছেন, ‘গত ৬ মার্চ পাবজি ও মোমো চ্যালেঞ্জ নিষিদ্ধ ঘোষণা করেন পুলিশ কমিশনার মনোজ অগ্রবাল। থানাগুলিকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা এবং কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার মোবাইল ফোনে পাবজি গেম খেলার অভিযোগে ৬ কলেজপড়ুয়াকে গ্রেফতার করা হয়। একই দিনে অন্য একটি জায়গা থেকে এক যুবককেও গ্রেফতার করা হয়। বুধবার গ্রেফতার করা হয় আরও তিন ব্যক্তিকে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

রাজকোটের পুলিশ কমিশনারের নির্দেশিকায় বলা হয়েছে, পাবজি গেম খেলার ফলে শিশু ও তরুণদের ব্যবহার হিংস্র হয়ে যাচ্ছে। তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণে এই গেমের উপর নিষেধাজ্ঞা জারি করা জরুরি ছিল। বুধবার আমদাবাদের পুলিশ কমিশনার এ কে সিংহও একই কারণ দেখিয়ে পাবজি গেমের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।