ছত্তীসগঢ়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত ১০ মাওবাদী
Web Desk, ABP Ananda | 07 Feb 2019 11:49 PM (IST)
ফাইল ছবি
রায়পুর: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার ভৈরামগঢ় থানা এলাকায় জঙ্গলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ১০ জন মাওবাদীর মৃত্যু হল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। ছত্তীসগঢ় পুলিশের ডিরেক্টর জেনারেল ডি এম অবস্থী জানিয়েছেন, ‘ভৈরামগঢ়ের জঙ্গলে মাওবাদীদের ডিভিশনাল কমিটির সদস্য রাজমন মাণ্ডবী ও সুখলাল এবং ৫০-৬০ জন মাওবাদী লুকিয়ে আছে বলে খবর পায় পুলিশ। জঙ্গলের গভীরে নিচুতলার মাওবাদীদের প্রশিক্ষণ শিবির চলছে বলে খবর পাওয়া যায়। এই খবর পাওয়ার পরেই বুধবার রাতে স্পেশাল টাস্ক ফোর্স ও জেলা রিজার্ভ গার্ডের ২০০ জন সদস্য অভিযানে যান। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাঁরা যখন জঙ্গলে ছিলেন, সেই সময় মাওবাদীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপরেই শুরু হয় গুলির লড়াই। আড়াই ঘণ্টা ধরে চলে গুলি বিনিময়। ইউনিফর্ম পরা ১০ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। ১১টি মাজল লোডিং বন্দুক ও ৩১৫টি বোর রিভলভার উদ্ধার হয়েছে।’ ছত্তীসগঢ়ের ডিজিপি আরও জানিয়েছেন, ২০১৯-এর শুরুতেই গোয়েন্দা অভিযানে সাফল্য মিলেছে। এই ধরনের অভিযান চলবে। নিহত মাওবাদীদের দেহ নিয়ে আসা হচ্ছে। নিরাপত্তারক্ষীরা ফিরে এলে তবেই নিহত মাওবাদীদের পরিচয় জানা যাবে।