মুম্বই: ‘সম্মতি’ না নিয়েই জন্ম দেওয়ায় বাবা-মার বিরুদ্ধে মামলা করতে চলেছেন মুম্বইয়ের এক যুবক। তাঁর দাবি, পৃথিবীতে আসবে কি না, সে বিষয়ে সন্তানরা কোনও সিদ্ধান্ত নিতে পারে না। তাই সারাজীবন তাদের ভরণপোষণের দায়িত্ব নেওয়া উচিত বাবা-মার। এই দাবিতে তিনি আদালতের দ্বারস্থ হবেন। কোন আদালতে মামলা করবেন, সেটা অবশ্য জানাননি রাফায়েল স্যামুয়েল নামে ২৭ বছর বয়সি ওই যুবক।


ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন রাফায়েল। সেই ভিডিওতে তিনি দাবি করেছেন, ‘আমি চাই ভারত ও সারা বিশ্বের সবাই বুঝুক, তাদের সম্মতি ছাড়াই পৃথিবীতে আনা হয়েছে। বাবা-মার কাছে তাদের কোনও ঋণ নেই। আমরা যদি নিজেদের সম্মতি ছাড়া জন্ম নিই, তাহলে আমাদের সারাজীবন ভরণপোষণ করা উচিত। আমাদের বেঁচে থাকার জন্য টাকা দেওয়া উচিত বাবা-মার।’

রাফায়েল আরও জানিয়েছেন, ‘আমার বাবা-মা আইনজীবী। তাঁরা সবসময় আমাকে সাহায্য করেন। কিন্তু আমি জানি, আদালতে তাঁদের মতামত ভিন্ন হবে। তবে আমি যে বিষয়টি উত্থাপন করছি সেটির ব্যাপ্তি বুঝতে হবে। এর সঙ্গে জন্ম নিয়ন্ত্রণ, পরিবেশগত ভারসাম্য বজায় রাখার মতো বিষয়গুলিও যুক্ত।’

অন্যদের উদ্দেশে রাফায়েলের পরামর্শ, ‘বাবা-মার জন্য কিছু করতে না চাইলে করবে না। যদি সত্যিই কিছু করার ইচ্ছা হয়, একমাত্র তখনই করবে। সন্তানদের বিনিয়োগ বা বিমার মতো ব্যবহার করা উচিত নয় বাবা-মার।’

ইউটিউবে এই ভিডিও পোস্ট করার পাশাপাশি ফেসবুকেও একই বিষয়ে সরব হয়েছেন রাফায়েল। সেই পোস্ট দেখে অনেকে তাঁকে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। তাঁর মা কবিতা কারণাড স্যামুয়েল লিখেছেন, ‘রাফায়েল যদি যুক্তিসঙ্গতভাবে বোঝাতে পারে, কীভাবে জন্মের বিষয়ে আমরা ওর সম্মতি চাইতে পারতাম, তাহলে আমি নিজের ভুল মেনে নেব।’