কোটা: রাজস্থানের কোটার বুন্দি সরকারি হাসপাতালের চিকিৎসকরা এক রোগীর পেট থেকে ১১৬টা লোহার পেরেক বার করেছেন। পাওয়া গিয়েছে একটা লম্বা তার ও লোহার পেলেট।

হাসপাতালের সার্জেন অনিল সাইনি বলেছেন, সিংহভাগ পেরেকের দৈর্ঘ্য সাড়ে ছয় সেন্টিমিটার, দেড়ঘণ্টার অস্ত্রোপচারে সবকটা পেরেক, তার ও পেলেট ৪২ বছর বয়সি ওই রোগীর পেট থেকে বার করা হয়েছে। এক্স রে ও সিটি স্ক্যানের ফলে তাঁর পেটে ধরা পড়ে ওই সব জিনিসপত্র, সার্জেন জানিয়েছেন, এক্স রে রিপোর্ট দেখে তিনি থ হয়ে গিয়েছিলেন।

রোগীর নাম ভোলা শঙ্কর, পেশায় মালী। কয়েকদিন ধরে পেটে ব্যথা হওয়ায় ওই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন তিনি। এক্স রে-তে তাঁর পেটের মধ্যে পেরেক থাকার কথা ধরা পড়ে। তবে ভোলা শঙ্কর বলতে পারছেন না, কীভাবে এই সব গিলে ফেললেন তিনি, একইভাবে অন্ধকারে পরিবারের লোকেরাও। ভোলা এখন ভাল আছেন, কথাবার্তাও বলছেন যদিও অন্ত্রের মধ্যে পেরেক ঢুকে গেলে প্রাণ সংশয় হতে পারত।

চিকিৎসকরা জানিয়েছেন, কিছুদিন আগে কলকাতাতেও এমন এক ঘটনা ঘটেছিল, এক ব্যক্তির পেট থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি আড়াই সেন্টিমিটার লম্বা পেরেক। ২০১৭-র জুলাইতে অন্তত ১৫০টি সূচ ও পেরেক বার করা হয় বুন্দিরই জনৈক বাসিন্দা বদ্রীলালের পেট থেকে।