নয়াদিল্লি: বছর শুরুর দিন। সন্তানের জন্মদিনটা মনে রাখার মতো হোক, এই আশায়, অনেক মা-বাবাই তাঁদের সন্তানের জন্মের জন্য বিশেষ কোনও দিন বেছে নেন। জন্মদিন যদি হয় ১ জানুয়ারি, তাহলে তো কথাই নেই। ইউনিসেফের হিসেব বলছে, ২০২০ সালের প্রথম দিনে পৃথিবীতে ৩ লাখ ৯২ হাজার ৭৮ টি শিশু জন্মানোর কথা। তার ১৭ শতাংশই জন্মাবে এই উপমহাদেশে।
ইউনিসেফের সমীক্ষা বলছে, বুধবার, ১ জানুয়ারি ভারতে ৬৭ হাজারেরও বেশি শিশু জন্ম নেবে। দ্বিতীয় স্থানেই আছে চিনের নাম। ভারতের এই প্রতিবেশী দেশে ৪৬ হাজারেরও বেশি শিশু জন্মানোর কথা ১ জানুয়ারি। তারপরেই আছে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
এই দশকের প্রথম শিশুর জন্মানোর কথা ফিজিতে। ২০১৮ সালে, ২.৫ মিলিয়ন নবজাতক জীবনের প্রথম মাসেই মারা যায়। জন্মের দিনই প্রায় এক তৃতীয়াংশ শিশুর মৃত্যু হয়। এই শিশুদের মধ্যে বেশিরভাগ যে যে কারণে মারা যায়, তা সতর্ক হলে প্রতিরোধ করা যায়। যেমন অপরিণত অবস্থায় জন্ম, প্রসব-জটিলতা ইত্যাদি। এ ছাড়া প্রতি বছর ২৫ লক্ষেরও বেশি বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করে।
গত ৩ দশকে শিশু মৃত্যুর হার কমলেও, জন্মের পর-পরই মারা যাওয়া শিশুর সংখ্যা কমেছে, কিন্তু শ্লথ গতিতে।
সেদিকে নজর দেওয়ার ব্যাপারেই এখন জোর দিচ্ছে ইউনিসেফ।