নয়াদিল্লি: যুবারা বর্ষবরণের উৎসবে সামিল হননি। বয়স্করা ঘরে টিভির সামনে বসে থাকেননি। হাজারে হাজারে সংখ্যায় তাঁরা রাস্তায় নেমে আসেন। একবারে মধ্যরাতে। উদ্দেশ্য- সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ। এমনই দৃশ্য দেখল দেশের রাজধানী। দিল্লির শাহিন বাগে ঠিক মধ্যরাতে বহু মানুষ জমায়েত হয়ে সিএএ-এনআরসির প্রতিবাদে সামিল হন। তাঁদের সকলের গলায় ছিল জাতীয় সঙ্গীত।
দিল্লিতে এখন হাড়-কাঁপানো ঠাণ্ডা। তা সত্ত্বেও সব প্রতিকূলতাকে উপেক্ষা করে মধ্যরাতে জমা হন বহু মানুষ। শরীর উষ্ণ রাখতে চায়ের ব্যবস্থা ছিল। ব্যবস্থা ছিল তাঁবুরও। অনেকের হাতে জাতীয় পতাকা ছিল। কয়েকজনের হাতে সিএএ-বিরোধী প্ল্যাকার্ড ছিল। অনেকের গলায় শোনা যায় ‘আজাদি’ স্লোগানও।
ঘড়ির কাঁটা ১২ ছুঁতেই প্রতিবাদী জনতা উল্লাসে ফেটে পড়েন। সকলেই একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানান। এরপর, সকলে একসঙ্গে জাতীয় সঙ্গীত পাঠ করেন। তারপর, সমোচ্চরে ‘ইনকিলাব জিন্দাবাদ’ শোনা যায় প্রতিবাদীদের গলায়।
এদিনের প্রতিবাদে সামিল হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে কর্মরত পেশাদাররা। অনেকেই বর্ষবরণের উৎসবের আমন্ত্রণ বাতিল করে এখানে এসেছেন বলে জানান।
সিএএ-এনআরসি প্রতিবাদ: মধ্যরাতে শাহিন বাগে জমায়েত, জাতীয় সঙ্গীত গেয়ে নববর্ষকে স্বাগত জানাল দিল্লিবাসী
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jan 2020 09:45 AM (IST)
দিল্লিতে এখন হাড়-কাঁপানো ঠাণ্ডা। তা সত্ত্বেও সব প্রতিকূলতাকে উপেক্ষা করে মধ্যরাতে জমা হন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -