জম্মু: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ২ পাক সশস্ত্র অনুপ্রবেশকারী। গুলি বিনিময়ে নিহত ৩ জওয়ান। এক সেনা আধিকারিক জানিয়েছেন, এদিনের হামলার পেছনে ছিল কুখ্যাত পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)। জানা গিয়েছে, এদিন দুপুর পৌনে ২টো নাগাদ রাজৌরির সুন্দরবনী সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে পাক অনুপ্রবেশকারীদের সঙ্গে জোর গুলির সংঘর্ষ বাঁধে বাহিনীর। বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। পরে, ২ অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার করে প্যাট্রল টিম। তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল ও বিপুল পরিমাণ গোলাগুলি উদ্ধার করা হয়।
ওই সেনা আধিকারিক জানান, এই এনকাউন্টারে তিন জওয়ান শহিদ হয়েছেন। আরও এক জওয়ানের অবস্থা সঙ্কটজনক। তাঁকে হেলিকপ্টারে করে উধমপুরের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যোগ করেন, ঘটনাস্থল ঘিরে জোর তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। প্রসঙ্গত, এদিনই কুলগাম সেক্টরে আরেকটি সেনা-জঙ্গি সংঘর্ষে খতম হয় তিন সন্ত্রাসবাদী। জঙ্গিরা বিস্ফোরণ ঘটালে মারা যান ৬ জন নিরীহ নাগরিকও।
জম্মুর রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ২ পাক অনুপ্রবেশকারী, নিহত ৩ জওয়ান
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2018 07:41 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -