নয়াদিল্লি: সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, ইলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করা হবে। এবার অপর এক বিজেপিশাসিত রাজ্য হিমাচল প্রদেশের সরকারও দেশের অন্যতম বিখ্যাত শৈলশহর সিমলার নাম বদলে শ্যামলা করার কথা ভাবছে। স্বাস্থ্যমন্ত্রী বিপীন সিংহ পারমার বলেছেন, ‘দেশের বিভিন্ন শহরের ঐতিহাসিক নাম ছিল। কিন্তু সেগুলি বদল করা হয়েছে। তাই পুরনো নাম ফিরিয়ে দেওয়া হলে কোনও ক্ষতি নেই। মানুষ যদি সিমলার নাম বদলে শ্যামলা করার দাবি জানান, তাহলে সেটি বিবেচনা করা হবে।’
কয়েকটি দক্ষিণপন্থী সংগঠন সিমলার নাম বদলের দাবিতে প্রচার শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে তুমুল বিতর্ক চলছে। রাজ্য সরকার নাম বদলের পক্ষে থাকলেও, কংগ্রেস নেতা হরভজন সিংহ ভাজ্জি বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, ‘সিমলার নাম বদলের যৌক্তিকতা কী? এটি একটি ঐতিহাসিক শহর। নাম বদল করা হলে চরিত্র বদলে যাবে। সিমলা নামে কী সমস্যা? নাম বদল হলে কি উন্নয়ন হবে? নির্বোধের মতো কাজ করার বদলে রাজ্য সরকারের উচিত উন্নতিতে মন দেওয়া।’
বিশ্ব হিন্দু পরিষদ নেতা আমন পুরীর অবশ্য দাবি, এই বিখ্যাত পর্যটন কেন্দ্রের আসল নাম ছিল শ্যামলা। ব্রিটিশরা সেটি উচ্চারণ করতে পারতেন না বলে নাম বদল করেন।
‘সিমলা’-র নাম বদলে ‘শ্যামলা’ করার ভাবনা হিমাচল প্রদেশের বিজেপি সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2018 06:28 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -