প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, ‘জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ওই অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। সেই সময় জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপরেই শুরু হয়ে যায় গুলির লড়াই। দুই জঙ্গিকে খতম করা হয়েছে।’
বারামুলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম ২ জঙ্গি
Web Desk, ABP Ananda
Updated at:
21 Mar 2019 10:34 PM (IST)
NEXT
PREV
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বারামুলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হল দুই জঙ্গি। এই সংঘর্ষে সেনাবাহিনীর এক অফিসার সহ তিনজন নিরাপত্তারক্ষী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, ‘জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ওই অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। সেই সময় জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপরেই শুরু হয়ে যায় গুলির লড়াই। দুই জঙ্গিকে খতম করা হয়েছে।’
প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, ‘জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ওই অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। সেই সময় জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপরেই শুরু হয়ে যায় গুলির লড়াই। দুই জঙ্গিকে খতম করা হয়েছে।’
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -