তিরুচিরাপল্লি: ৮০ ঘণ্টা সুড়ঙ্গে আটকে থাকার পর অবশেষে উদ্ধার তামিলনাড়ুর ২ বছরের শিশু সুজিত উইলসনের পচাগলা মৃতদেহ। শুক্রবার বিকেলে বাড়ির সামনে খেলার সময়, নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যায় শিশুটি। সুড়ঙ্গের প্রায় ৮৮ ফুট নিচে আটকে যায় শিশুটি। উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সুড়ঙ্গে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করে, পাশেই আরেকটি গর্ত খোঁড়া শুরু হয়। তাতেও শেষরক্ষা হয়নি। ৮০ ঘণ্টা পর উদ্ধার হয় শিশুটির দেহ।
মনপ্পরাইয়ের সরকারি হাসপাতালে ময়নাতদন্তের পর সুজিতের দেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। বাড়ি থেকে শিশুটির দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছে।