এবার অখিলেশও রাহুল গাঁধীর নেতৃত্বাধীন কংগ্রেসের দিকে আঙুল তুলে বললেন, কংগ্রেসের জন্য অনেক অনেক, সুদীর্ঘ সময় অপেক্ষা করেছি। আর কতদিন অপেক্ষায় থাকব? এবার আমরা মধ্যপ্রদেশ বিধানসভার জন্য গন্ডোয়ানা গণতন্ত্র পার্টি (জিজিপি), বহুজন সমাজ পার্টি (বসপা)র সঙ্গে কথা বলব। জিজিপির সঙ্গে আমাদের জোট ছিলই।
যেদিন মায়াবতী কংগ্রেসকে আক্রমণ করে মধ্যপ্রদেশে আলাদা চলার সিদ্ধান্ত ঘোষণা করেন, সেদিনই অখিলেশ তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বড় মনের পরিচয় দিতে আবেদন করেছিলেন, বলেছিলেন, কংগ্রেস দেরি করলে কিন্তু ছোট দলগুলি নিজেদের প্রার্থী ঘোষণা করে দেবে।
সেই রেশ টেনেই আজ অখিলেশ বলেন, কংগ্রেসের হৃদয় বড় নয়। আর কবে আলোচনা হবে, ভোটের দিনক্ষণ ঘোষণা, মনোনয়ন পেশ হয়ে যাওয়ার পর!
পাশাপাশি উত্তরপ্রদেশে ক্ষমতাসীন যোগী আদিত্যনাথ সরকারেরও তীব্র সমালোচনা করেন তিনি।