পুনে: ফের মোবাইলে মারণ-গেমের শিকার এক তরুণ! মহারাষ্ট্রের পুনেতে ২০ বছরের এক পড়ুয়া ব্লু হোয়েলের মতো অনলাইন গেমের টাস্ক পূরণ করতে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে।
নিহত ওই তরুণ লোনিকন্দ এলাকার বাসিন্দা। তাঁর নাম দিবাকর মালি। তিনি বাণিজ্য শাখার পড়ুয়া ছিলেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গত বুধবার আত্মহত্যা করেন ওই মালি। এর আগে তিনি একটি চিরকুটে লেখেন, 'খাঁচায় থাকা ব্ল্যাক প্যান্থার এখন মুক্ত এবং সে কোনও বিধিনিষেধের মধ্যে নেই। সমাপ্তি'।
ওই আধিকারিক বলেছেন, এই বার্তায় সম্ভবত ওই অনলাইন গেমের কোনও টাস্কের কথা উল্লেখ করেছেন ওই মালি। তিনি নিজেকেই 'ব্ল্যাক প্যান্থার' বলে উল্লেখ করেছেন।
মরাঠি ও ইংরেজিতে হাতে লেখা ওই চিরকুটে আঁকা রয়েছে একটি ব্ল্যাক প্যান্থারের ছবি। সঙ্গে লেখা-'সূর্য আবার উজ্জ্বল হয়ে উঠবে'। লোনিকন্দ থানার ওই আধিকারিক বলেছেন, মালির ব্লু হোয়েলের মতো মারণ অনলাইন গেমে আসক্ত ছিল বলে জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা।
মালির মা-ও ছেলের মোবাইলে আসক্তির কথা জানিয়েছেন। সন্তানদের মোবাইল ফোন ব্যবহারে রাশ টানার জন্য সমস্ত বাবা-মায়ের প্রতি তাঁর করুণ আর্তি জানিয়েছেন তিনি। মালির মা বলেছেন, আমি আমার ছেলেকে হারিয়েছি। কিন্তু প্রত্যেক বাবা-মায়েরই তাঁদের সন্তানদের প্রতি নজর রাখা উচিত, যাতে এভাবে কোনও প্রাণ আর ঝরে না যায়।