শ্রীনগর: ‘কাশ্মীর সমস্যার সমাধান হবেই। দুনিয়ার কোনও শক্তি আটকাতে পারবে না। যদি আলোচনার মাধ্যমে না হয়, তাহলে কীভাবে করতে হবে আমরা জানি।’ আজ জম্মু ও কাশ্মীরে গিয়ে এই দাবিই করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি আরও বলেন, ‘আমরা জম্মু ও কাশ্মীরের দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধি চাই।’


আজ দ্রাস সেক্টরে গিয়ে ‘অপারেশন বিজয়’-এর ২০-তম বর্ষপূর্তি উপলক্ষে কার্গিল যুদ্ধে প্রাণ বিসর্জন দেওয়া সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি কাঠুয়ার উঝ ও সাম্বা জেলার বসন্তরে দু’টি সেতু উদ্বোধন করেন। রাজনাথ জানান, সরকার চায় কাশ্মীর শুধু ভারতেরই নয়, সারা বিশ্বের পর্যটকদের কাছে ভূ-স্বর্গ হয়ে উঠুক। আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানিয়েছেন বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।