নয়াদিল্লি: ২০১৯-এর নির্বাচনে দুই বিচারধারার লড়াই হবে বলে মনে করেন অমিত শাহ। বিজেপি সর্বভারতীয় সভাপতির দাবি, পাণিপথের তৃতীয় যুদ্ধের মতোই তীব্র লড়াই হবে আগামী লোকসভা ভোটে।


দলীয় সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিরোধীদের মহাজোটকে কটাক্ষ করেন শাহ। বলেন, ওদের না আছে কোনও নেতা, না কোনও নীতি। কেবলমাত্র ক্ষমতার লোভে সকলে একত্রিত হয়েছে। তাঁর মতে, গরিবদের কল্যাণ ও দেশে সাংস্কৃতিক জাতীয়তাবাদের কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে লোকসভা নির্বাচন জেতা জরুরি বিজেপির।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা’ উল্লেখ করে অমিত শাহ উপস্থিত বিজেপি কর্মকর্তা ও নেতাদের উদ্দেশ্যে পূর্ণ সহযোগিতা চান। জানান, লোকসভা নির্বাচনে জিতে যাতে দিল্লির মসনদে ফের নরেন্দ্র মোদি আসীন হন, তা নিশ্চিত করতে হবে বিজেপির সব কর্মীকে।


প্রধানমন্ত্রীকে আক্রমণ করার জন্য এদিনের বক্তব্যে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন শাহ। বলেন, যে দলের সভাপতি একটি দুর্নীতির মামলায় জামিনে রয়েছেন, সেই দল প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলছে। এদিন মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ডাক দেন অমিত শাহ। বলেন, বিজেপি চায় মজবুত সরকার, বিরোধীরা চায় মজবুর (অসহায়) সরকার।


আগামী লোকসভা নির্বাচনকে পাণিপথের তৃতীয় যুদ্ধের সঙ্গে তুলনা করেন শাহ। বলেন, আমার ধারণা, লোকসভা নির্বাচনও এরকম হতে চলেছে। তিনি বলেন, শিবাজির আধীনে মারাঠারা ভারতের বিভিন্ন প্রান্তকে মুক্ত করেছিল। বিভিন্ন রাজাদের বিরুদ্ধে ১৩১টি লড়াই জিতেছিল। কিন্তু, পাণিপথের তৃতীয় যুদ্ধে হেরে যান। ওই পরাজয় শুধুমাত্র একটি যুদ্ধের পরাজয় ছিল না। এর ফলে, ২০০ বছর ধরে ইংরেজদের দাসত্ব করতে হয় ভারতকে।