নয়াদিল্লি: লিথিয়াম-আয়ন ব্যাটারির মান উন্নত করার স্বীকৃতি হিসেবে এবার রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন গুডেনগফ, ব্রিটেনের স্ট্যানলি হুইটিনহ্যাম ও জাপানের আকিরা ইয়োশিনো। আজ রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তির জগতে বিপ্লব এনে দিয়েছে। গাড়ি, মোবাইল ফোন সহ বহু যন্ত্রের শক্তি মজুত করার ক্ষমতা অনেক বেড়ে গিয়েছে। সেই কারণেই এই তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। ১০ ডিসেম্বর তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।