নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। তাঁদের মহার্ঘ্য ভাতা (ডিএ) ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তা ১২ থেকে ১৭ শতাংশ হল। বাজারে লাগাতার মূল্যবৃদ্ধির সঙ্গে তাল রাখতে তাঁদের সুরাহার কথা ভেবে এহেন পদক্ষেপ করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনসনভোগী কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) বৃদ্ধিতেও সম্মতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় ক্যাবিনেট। চলতি বছরের গত জুলাই মাস থেকে বৃদ্ধি কার্যকর হবে বলে জানা গিয়েছে।
সপ্তম কেন্দ্রীয় পে কমিশনের সুপারিশের ভিত্তিতে গৃহীত ফর্মূলার সঙ্গে সাযুজ্য রেখেই ডিএ ও ডিআর বাড়ানোর পদক্ষেপ করা হয়েছে।
জাভরেকর জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ৪৮ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬২ লক্ষ পেনসনার। এটা তাঁদের ‘দেওয়ালির উপহার’ বলে মন্তব্য করেছেন তিনি। জাভরেকর জানিয়েছেন, ৫ শতাংশ ডিএ, ডিআর বেশি দিতে হলে সরকারি তহবিলের ওপর বাড়তি ১৬০০০ কোটি টাকার বোঝা চাপবে।
শাস্ত্রী ভবনে আয়োজিত ক্যাবিনেট বৈঠকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে এসে প্রথমে জম্মু ও কাশ্মীর বাদে অন্যত্র ও পরে কাশ্মীর উপত্যকায় বসতি গড়া ৫৩০০ পরিবারের প্রত্যেককে সাড়ে ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান জাভরেকর। পাশাপাশি ২০১৯ এর ১ আগস্টের পর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় সুবিধা ভোগ করার জন্য বাধ্যতামূলক আধার সংযুক্তিকরণ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৫ শতাংশ ডিএ বৃদ্ধিতে অনুমোদন মন্ত্রিসভার, ‘দেওয়ালির উপহার’, বললেন জাভরেকর
Web Desk, ABP Ananda
Updated at:
09 Oct 2019 03:02 PM (IST)
চলতি বছরের গত জুলাই মাস থেকে বৃদ্ধি কার্যকর হবে বলে জানা গিয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -