নয়াদিল্লি: আর্থিক দুর্নীতির কারণে বেশ কয়েকমাস ধরে আলোচনার কেন্দ্রে বিজয় মাল্য, নীরব মোদি, মেহুল চোকসি, এই নামগুলো। তবে সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, শুধু মাল্য-চোকসিরা নয়, ঋণখেলাপি ব্যবসায়ীদের তালিকায় আছে আরও ২৭ জন, যারা আইনের ফাঁস আলগা করতে দেশ ছেড়েছেন গত ৫ বছরে। সংসদে অর্থ প্রতিমন্ত্রী শিব প্রতাপ শুক্লা শুক্রবার এই তথ্য পেশ করেন। তিনি জানান, ইন্টারপোলকে তালিকাভুক্ত ২০ জনের বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি করতে বলা হয়েছে। তাদের ৮ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই রেড কর্ণার নোটিশ জারি করা হয়েছে। ৬ জনকে প্রত্যর্পণের জন্য চিঠিও পাঠানো হয়েছে। ইডি-র তথ্য অনুসারে, পিএনবি থেকে প্রায় ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ না করেই বেপাত্তা হয়েছিলেন নীরব। একই মামলায় নীরবের মামা মেহুল চোক্সীও ফেরার।