তিরুঅনন্তপুরম: শবরীমালা বিতর্কে জ্বলছে কেরল। গতকাল রাতে থালাসেরির সিপিএম বিধায়ক এ এন সামসিরের বাড়ি বোমা মারা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাত সোয়া দশটা নাগাদ মোটরবাইকে করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে কান্নুরের থালাসেরিতে সামসিরের বাড়িতে বোমা ছুঁড়ে পালিয়ে যায়। এই সব হামলায় সব মিলিয়ে আহত হয়েছেন ৭ জন।
শবরীমালা মন্দিরে মহিলা প্রবেশ নিয়ে বিক্ষোভে উত্তপ্ত ঈশ্বরের আপন দেশ। অশান্তির জেরে মৃত্যু হয়েছে শবরীমালা কর্ম সমিতির জনৈক সদস্য চন্দ্রন উন্নিথনের। এই পরিস্থিতিতে কাল রাতে থালাসেরিতে একটি শান্তি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন সামসির। সে সময় তাঁর বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। তাঁর দাবি, আরএসএস ষড়যন্ত্র করে এই কাণ্ড ঘটিয়েছে, রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে তারা। এছাড়া থালাসেরিকে কান্নুরের প্রাক্তন সিপিএম জেলা সচিব পি শশী ও কান্নুরেরই ইরিটি এলাকায় সিপিএম কর্মী ভিশাকের বাড়িতেও বোমা মারা হয়েছে। আদুর এলাকায় এক সিপিএম নেতার দুটি দোকান ও বাড়িতেও বোমা পড়েছে বলে অভিযোগ। পাথানামথিট্টা জেলার পণ্ডলম, আদুর ও কোডুমন পুলিশ স্টেশনে ৭ দিনের জন্য প্রহিবিটরি অর্ডার জারি করা হয়েছে।
প্রাচীন শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলা প্রবেশ নিষেধ। কিন্তু ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যে কোনও বয়সের মহিলাই শবরীমালায় প্রবেশ করতে পারবেন। তখন থেকে উত্তপ্ত কেরল। ২ তারিখ পুলিশি নিরাপত্তায় ২ মহিলা মন্দিরে ঢোকার পর আরও অশান্ত হয়েছে পরিস্থিতি।
শবরীমালা: কেরলের সিপিএম নেতাদের বাড়িতে ছোঁড়া হল বোমা
ABP Ananda, Web Desk
Updated at:
05 Jan 2019 09:22 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -