নয়াদিল্লি: টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় ফের স্বস্তি পেলেন অন্যতম অভিযুক্ত প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা ও ডিএমকে সাংসদ কানিমোঝি। তাঁদের বেকসুর খালাসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। আজ বিচারপতি নাজমি ওয়াজিরি জানিয়েছেন, সিবিআই-এর আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন কয়েকজন অভিযুক্ত। তাঁদের সেই আবেদন মঞ্জুর করা হচ্ছে। ইউনিটেক সংস্থার জবাবও গ্রহণ করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ৯ অক্টোবর।
গত বছরের ২১ ডিসেম্বর বিশেষ আদালত টুজি স্পেকট্রাম দুর্নীতিতে সব অভিযুক্তকেই বেকসুর খালাস করে দেয়। বিচারপতি ও পি সাইনি বলেন, এই মামলায় অভিযুক্ত ৩৩ জনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পেস করতে পারেনি সিবিআই ও ইডি। বিশেষ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে সিবিআই।
টুজি স্পেকট্রাম দুর্নীতি: বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ সিবিআই-এর, জবাব দেওয়ার জন্য সময় পেলেন রাজা, কানিমোঝি
Web Desk, ABP Ananda
Updated at:
10 Aug 2018 05:21 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -