হায়দরাবাদ: তেলঙ্গানা পুলিশের মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেল অসমের একটি পরিবার। মেয়েটিকে পরিবারের লোকজনের হাতে তুলে দিয়েছে পুলিশ। এই প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ অন্য শিশুদেরও পরিবারের লোকজনের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
তেলঙ্গানা পুলিশের মহিলা সুরক্ষা বিভাগের আইজিপি স্বাতী লাকরা জানিয়েছেন, অসমের লখিমপুর বগিনদীর বাসিন্দা অঞ্জলি টিগ্গা কাজের খোঁজে দিল্লি গিয়েছিল। তবে গত বছরের সেপ্টেম্বরে সে বাবা-মাকে না জানিয়েই অসমে ফেরে। শোনিতপুরের কাছে একটি অঞ্চলে কাজ করছিল মেয়েটি। গত বছরের অগাস্টে তার বাবা-মা নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এরপর মেয়েটিকে উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরতে দেখে আটক করে শিশুকল্যাণ কমিটির হাতে তুলে দেয় রেল পুলিশ। তেজপুরে একটি হোমে রাখা হয় অঞ্জলিকে। মুখ শনাক্তকরণ সফটঅ্যয়ার ‘দর্পন’-এর মাধ্যমে অঞ্জলির বাবা-মার দেওয়া ছবির সঙ্গে মিলিয়ে দেখা হয়। এরপরেই তাঁদের খবর দেওয়া হয়। তাঁরা এসে মেয়েকে নিয়ে গিয়েছেন।
তেলঙ্গানা পুলিশের মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে হারানো মেয়েকে ফিরে পেল অসমের পরিবার
Web Desk, ABP Ananda
Updated at:
17 Dec 2018 04:44 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -