ভোপাল: মধ্যপ্রদেশের কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করার আশ্বাসের বাস্তবায়ন ঘটালেন মুখ্যমন্ত্রী কমলনাথ। সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবার পরই এই সিদ্ধান্ত নেন তিনি। প্রচারের সময় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী কথা দিয়েছিলেন ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে ঋণ মকুব হবে কৃষকদের। রাজ্যের অষ্টাদশ মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে সেই প্রতিশ্রুতিতেই সিলমোহর দিলেন কমলনাথ। সোমবার এই নির্দেশ গৃহীত হবার পর, কৃষক কল্যাণ দপ্তর ও কৃষক উন্নয়ন দপ্তরের মুখ্যসচিব রাজেশ রাজোরা এটি বলবৎ করেন। নির্দেশনায় বলা রয়েছে, ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত যে কৃষকরা রাষ্ট্রীয় ও সমবায় ব্যাঙ্কগুলি থেকে যে স্বল্পমেয়াদী শস্য ঋণ নিয়েছেন তা মকুব করা হবে।