জম্ম-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ৩ সন্ত্রাসবাদী, নিহত এক জওয়ানও
Web Desk, ABP Ananda
Updated at:
27 Sep 2018 05:45 PM (IST)
NEXT
PREV
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম তিন সন্ত্রাসবাদী। মারা গিয়েছেন এক জওয়ানও। বৃহস্পতিবার বাডগাম ও অনন্তনাগে দুটি পৃথক এনকাউন্টারে তিন জঙ্গিকে খতম করে বাহিনী। সেনার তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর আসে যে অনন্তনাগের কাজিগুন্দে বেশ কিছু জঙ্গি আত্মগোপন করে রয়েছে। সঙ্গে সঙ্গে এলাকায় তল্লাশি-অভিযান শুরু করেন জওয়ানরা। বাহিনীকে দেখতে পেয়েই এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। এক জঙ্গি খতম হয়। মারা যান এক জওয়ানও। শেষ খবর মেলা পর্যন্ত, গুলি বিনময় চলছে। অন্যদিকে, বাডগাম জেলার পাঞ্জান এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয় ২ জঙ্গি। এখনও পর্যন্ত জঙ্গিদের বা গোষ্ঠীর পরিচয় জানা যায়নি।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -