নয়ডা: কীভাবে আচম্বিতে আসে মৃত্যু!
নয়ডার একটি প্লাস্টিক কারখানায় কাজ করছিলেন ২৫ বছরের এক তরুণ। আচমকা মেশিনে আটকে গিয়ে ছিন্নভিন্ন হয়ে গেলেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যে।
নয়ডার স্পেশাল ইকোনমিক জোনে ঘটেছে এই ঘটনা। মৃতের নাম ওয়াজিদ। প্রতিদিনের মত গতকাল সকালেও কারখানায় কাজ করতে যান তিনি। একটি বড় যন্ত্র তিনি পরিষ্কার করছিলেন, যার গায়ে ধারালো ব্লেড রয়েছে। পরিষ্কার করার সময় কেউ ভুল করে যন্ত্রটির সুইচ অন করে দেয়, ওয়াজিদ সঙ্গে সঙ্গে আটকে পড়েন ভেতরে। মেশিনের সুইচ বন্ধ করার আগেই মৃত্যু হয় তাঁর।
ওয়াজিদ বিহারের ছাপরার বাসিন্দা, কিছুদিন ধরে পরিবার নিয়ে নয়ডায় থাকছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ, ২ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা ধরা পড়েছে কারখানার সিসিটিভিতে, তদন্তে নেমেছে পুলিশ।
মেশিন পরিষ্কার করতে গিয়ে ভেতরে আটকে গেলেন নয়ডার এই তরুণ, মর্মান্তিক মৃত্যু
ABP Ananda, Web Desk
Updated at:
27 Sep 2018 01:10 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -