কুলগামের পুলিশ সুপার গুরিন্দরপাল সিংহ জানিয়েছেন, গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে আরে গ্রামে তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজ শুরু হয়। যৌথ অভিযানে সামিল হন ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের জওয়ানরা। তল্লাশি চলার সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের গুলিতে খতম হয় এক জঙ্গি। এখনও পর্যন্ত এই জঙ্গির পরিচয় জানা যায়নি। দক্ষিণ কাশ্মীরের কুলগামে গুলির লড়াই, খতম এক জঙ্গি, জখম ৩ সেনা জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jul 2020 05:30 PM (IST)
সংঘর্ষ এখনও চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ছবি সৌজন্যে ট্যুইটার
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে খতম হল এক অজ্ঞাতপরিচয় জঙ্গি। আরও এক জঙ্গি ওই অঞ্চলে লুকিয়ে আছে বলে জানিয়েছেন পুলিশকর্মীরা। গুলির লড়াইয়ে তিন সেনা জওয়ান আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। সংঘর্ষ এখনও চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।