শ্রীনগর: নিরাত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম পুলওয়ামায় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড জইশ কম্যান্ডার কামরান গাজি। তার সঙ্গেই আরও দুই জঙ্গিকেও খতম করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। খতম হওয়া এই জঙ্গির নাম হিলাল আহমেদ। তৃতীয় জঙ্গির পরিচয় জানা যায়নি। জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযানে সেনাবাহিনীর মেজর ভি এস ধোন্দিয়াল, হাবিলদার শিউ রাম, সিপাই হরি সিংহ ও অজয় কুমার, এক পুলিশকর্মী ও একজন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে। জখম হয়েছেন দক্ষিণ কাশ্মীরের ডিআইজি অমিত কুমার ও একজন ব্রিগেড কম্যান্ডার। ডিআইজি-র পেটে গুলি লেগেছে এবং ব্রিগেড কম্যান্ডারের পায়ে চোট লেগেছে। তাঁদের অবস্থা এখন স্থিতিশীল।
পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই কামরানকে খুঁজছিল পুলিশ। গতকাল রাতে পুলওয়ামা জেলারই পিংলান গ্রামের একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু হয়। গ্রাম ঘিরে ফেলে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় জঙ্গিরা গুলি চালায়। তাতেই মেজর সহ নিরাপত্তারক্ষীদের মৃত্যু হয়। এরপর যে বাড়ি থেকে গুলি চালানো হয়, সেটি লক্ষ্য করে পাল্টা জবাব দিতে শুরু করেন নিরাপত্তারক্ষীরা। তাতে দুই জঙ্গির মৃত্যু হয়। এরপরেও তৃতীয় জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছিল। শেষপর্যন্ত তাকে খতম করা সম্ভব হয়।
১৬ ঘণ্টা গুলির লড়াই, খতম পুলওয়ামা হামলার মূল চক্রী সহ ৩ জঙ্গি, নিহত সেনা মেজর সহ ৫ নিরাপত্তারক্ষী
Web Desk, ABP Ananda
Updated at:
18 Feb 2019 09:29 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -