লখিমপুরা: পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের আত্মবলিদান ব্যর্থ হবে না। কারণ, কেন্দ্রে এখন বিজেপি সরকার রয়েছে। পূর্বতন কংগ্রেস সরকারের মতো নিরাপত্তা ইস্যুতে বিজেপি সরকার কোনও আপস করবে না। এমনই মন্তব্য করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। অসমের  লখিমপুরায় দলের যুব সংগঠনের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেছেন, পুলওয়ামায় পাকিস্তানের যে জঙ্গিরা হামলা চালিয়েছে তাদের কোনও মূল্যেই ছেড়ে দেওয়া হবে না।  তাঁর দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সারা বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছাশক্তি সবচেয়ে প্রবল। তিনি বলেছেন, কূটনীতি, বুলেট ও সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে জবাব দেওয়া হয়েছে। বিজেপি সরকার পাক জঙ্গিদের সব ধরনের জবাব দিয়েছে। একইসঙ্গে   কংগ্রেস ও অসম গণ পরিষদ (অগপ)-কে একহাত নিয়েছেন বিজেপি সভাপতি। তিনি বলেছেন, ১৯৮৫-তে অসম অসম চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বেশিরভাগ সময়টাই রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস ও অগপ। কিন্তু তারা এই চুক্তি রূপায়ণে কোনও কাজই করেনি।


অমিত শাহ বলেছেন, ‘আমরা অসমকে দ্বিতীয় কাশ্মীর হতে দেব না। এ জন্যই আমরা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) এনেছি।

বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল বিজেপি সরকার রাজ্যসভায় পেশ করতে পারেনি। এ ব্যাপারে অমিত শাহ বলেছেন, এই বিল নিয়ে ভুল তথ্য প্রচার করা হয়েছে যে, এটা শুধু যেন অসম ও উত্তর-পূর্বের অন্যান্য অংশের জন্য।

বিজেপি সভাপতি বলেছেন, এটা শুধু  উত্তর-পূর্বের নয়, সারা দেশের উদ্বাস্তুদের জন্য। অসমে যেভাবে জনবিন্যাস বদলাচ্ছে, সেখানে নাগরিকত্ব বিল ছাড়া এ রাজ্যে মানুষ বিপদের মুখে পড়বেন।

অমিত শাহর দাবি, মুষ্টিমেয় কিছু লোক এই বিলের বিরোধিতা করেছে। তাও এই ইস্যুর বিরোধিতায় নয়, পরিস্থিতি থেকে ফায়দা তোলার জন্যই এই বিরোধিতা।

তিনি আরও বলেছেন, অগপ ও অন্যান্য যারা নাগরিকত্ব বিলের বিরোধিতা করেছে, তারা সম্প্রতি রাজ্যে তিনটি কাউন্সিল ও পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত হয়েছে।

কংগ্রেসকে নিশানা করে অমিত শাহ বলেছেন, এই দলের কাছে পরিবারই সব। কংগ্রেস দেশে গণতন্ত্র রক্ষা করতে পারবে না। তাদের কাছে এটা একটা পরিবারের বিষয়। তাঁর দাবি, কংগ্রেসের অভ্যন্তরে কোনও গণতন্ত্রই নেই। তিনি বলেছেন, এ ধরনের একটা দল গণতন্ত্র রক্ষা ও এর লক্ষ্য পূরণ করতে পারে না।