নয়াদিল্লি: বেসরকারি ল্যাব টেস্টের রিপোস্ট করোনা পজিটিভ। সরকারি হাসপাতালের আইসোলেশনে একাধিক দিন থাকার পর জানা গেল ভুল এসেছে টেস্টের রিপোর্ট। বাড়ি ফিরেও আতঙ্কে দিন কাটাচ্ছেন নয়ডার ৩৫ ব্যক্তি।
সম্প্রতি কাশি, জ্বর গলা ব্যথার মতো উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন নয়ডার বাসিন্দা ওই ৩৫ ব্যক্তি। তাঁদের বলা হয় কোভিড টেস্ট করাতে। বেসরকারি ল্যাব থেকে পরীক্ষা করান তাঁরা। টেস্টের রিপোর্ট এলে জানা যায় করোনা পজিটিভ ওই ৩৫ ব্যক্তি। নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তাঁরা।
এরপর সরকারি হাসপাতালে ফের কোভিড পরীক্ষা করা হয় তাঁদের। এনআইভি-র তরফে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে জানা যায়, ভুল হয়েছিল বেসরকারি ল্যাব রিপোর্ট। করোনা নেগেটিভ ওই ৩৫ ব্যক্তি। এই রিপোর্ট আসার পরেই ছেড়ে দেওয়া হয় ওই ৩৫ ব্যক্তিকে। কিন্তু করোনা রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে থাকার জন্য আপাতত নজরে রাখা হয়েছে তাঁদের।
পুলিশ সূত্রে খবর মোট ৬টি ল্যাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রতি কোভিড টেস্টে প্রায় সাড়ে চার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিচ্ছিল ওই ল্যাবগুলি।
বেসরকারি ল্যাব রিপোর্টে ভুল! করোনা রোগীদের সঙ্গে তিনদিন কাটাতে হল ৩৫ জনকে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2020 01:47 PM (IST)
বেসরকারি ল্যাব রিপোর্ট ভুল! নাজেহাল ৩৫ করোনামুক্ত ব্যক্তি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -