শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে তুষারধসে মৃত্যু হল ভারতীয় সেনাবাহিনীর চার জওয়ানের। কুপওয়ারা জেলার তাংধর অঞ্চলে প্রথম ঘটনায় তিনজন প্রাণ হারান। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। ওই সেনা ছাউনিতে থাকা অপর এক জওয়ানকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। অপরটি তুষারধসের ঘটনাটি বান্দিপোরা জেলার গুরেজ অঞ্চলের। সেখানে এক জওয়ানের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সেনাবাহিনী সূত্রে খবর, তাংধরে ভারত-পাকিস্তান সীমান্তে একটি সেনা ছাউনি পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন চার জওয়ান। সেখানেই তুষারধসের কবলে পড়েন তাঁরা। প্রচণ্ড ঠান্ডা এবং ১০ ফুট পুরু বরফের ফলে উদ্ধারকার্যে সমস্যা হয়। ২৬ ঘণ্টা পর মৃত জওয়ানদের দেহ উদ্ধারের পাশাপাশি একজনকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়।
জম্মু ও কাশ্মীরে সম্প্রতি তুষারধসের বলি হয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ান। শনিবার সিয়াচেনে তুষারধসের কবলে পড়ে প্রাণ হারান দুই জওয়ান। এবার মৃত্যু হল আরও চার জওয়ানের।
জম্মু-কাশ্মীরে তুষারধসে মৃত্যু ৪ জওয়ানের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2019 07:44 PM (IST)
জম্মু ও কাশ্মীরে সম্প্রতি তুষারধসের বলি হয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ান।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -