উত্তরপ্রদেশ: মির্জাপুরে পুলিশ স্টিকার লাগানো গাড়িতে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ১ সিআরপিএফ সহ ৪
Web Desk, ABP Ananda | 04 Dec 2019 06:00 PM (IST)
অভিযোগ, ৪ জন অভিযুক্তই মেয়েটির বাড়িতে আসে। তার মায়ের নাম করে ডাকাডাকি শুরু করে। হাঁকডাক শুনে মেয়ে বেরিয়ে আসলে তাকে গাড়িতে করে জঙ্গলে নিয়ে যায় তারা।
মির্জাপুর: হায়দরাবাদ, কোয়েম্বাত্তুর, বক্সার – মাত্র কয়েকদিনের মধ্যেই দেশের বিভিন্ন কোনা থেকে উঠে আসছে ধর্ষণের নানা অভিযোগ। এবার মির্জাপুরে ঘটল একই ধরনের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে এক স্কুল ছাত্রীকে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ৪ জনের বিরুদ্ধে। এর মধ্যে একজন সিআরপিএফ কর্মী। সোমবার রাতের ঘটনা। অভিযোগ, ৪ জন অভিযুক্তই মেয়েটির বাড়িতে আসে। তার মায়ের নাম করে ডাকাডাকি শুরু করে। হাঁকডাক শুনে মেয়ে বেরিয়ে আসলে তাকে গাড়িতে করে জঙ্গলে নিয়ে যায় তারা। তারপর তার উপর চলতে থাকে উপুর্যুপুরি শারীরিক অত্যাচার। পড়শিদের কেউ কেউ মেয়েটিকে তুলে নিয়ে যেতে দেখে পুলিশে খবর দেয়। সেই রাতেই জঙ্গল থেকে ফেরার সময় নিগৃহীতা ও অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ। অভিযুক্ত মহেন্দ্র কুমার যাদব সিআরপিএফ কর্মী। অন্যরা হল গণেশ প্রসাদ বিন্দ, লবকুশ পাল, জয়প্রকাশ মৌর্য। পুলিশ সূত্রে খবর, সব অভিযুক্ত ও নিগৃহীতার মেডিক্যাল টেস্ট করা হবে। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে হালিয়া থানার পুলিশ।