হিমাচলে খাদে স্কুল বাস, মৃত ৬ পড়ুয়া, গাড়ির চালক
ABP Ananda, Web Desk | 05 Jan 2019 12:43 PM (IST)
ফাইল ছবি
সিমলা: কুয়াশার ভোরে হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনার শিকার ৬ স্কুল পড়ুয়া সহ ৭। সিরমাউর জেলায় একটি স্কুল বাস গভীর খাদে পড়ে গিয়েছে। আহতের সংখ্যা ১২। আজ সকালে স্থানীয় সাংগ্রহ শহরে ঘটনাটি ঘটেছে। বেসরকারি ওই বাসটি ডিএভি স্কুলের। ছেলেমেয়েদের নিয়ে স্কুলে যাওয়ার সময় সেটি রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই ৬ পড়ুয়ার মৃত্যু হয়, মারা যান বাস চালকও। ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।