নয়াদিল্লি: ছত্তিশগড়ে বিধানসভা ভোটের মুখে নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করল ৬২ জন ‘কট্টর’ নকশাল। মঙ্গলবার ধরা দেওয়া এই মাওবাদীদের মধ্যে ৫৫ জন অস্ত্রশস্ত্র জমা দিয়েছে। বস্তার পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, নারায়ণপুরে এই আত্মসমর্পণ হয়েছে। এরা নিষিদ্ধ ঘোষিত মাওবাদী কমিউনিস্ট পার্টি কুতুল এরিয়া কমিটির অধীনে কাজ করছিল বলে জানিয়েছেন জনৈক শীর্ষ পুলিশকর্তা। ৯০ সদস্যের ছত্তিশগড় বিধানসভার ভোটগ্রহণ হবে দু দফায়। ১৮টি আসনে ১২ নভেম্বর, বাকি ৭২টিতে ২০ নভেম্বর। প্রথম দফায় ভোটগ্রহণ হতে চলা বেশিরভাগ কেন্দ্রই পড়ছে মাওবাদী কবলিত বস্তার এলাকায়।



দিনকয়েক আগে ছত্তিশগড়ে বিধানসভা ভোটের প্রচার কভার করতে যাওয়া দূরদর্শন টিমের চিত্রসাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে মাওবাদী হামলায়। ভোটগ্রহণ পর্ব হিংসায় রক্তাক্ত, অশান্ত হয়ে ওঠার আশঙ্কার মধ্যেই আজ একসঙ্গে এত মাওবাদীর আত্মসমর্পণকে নিরাপত্তাবাহিনীর ‘বিরাট প্রাপ্তি’ বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি ট্যুইট করেছেন, মুখ্যমন্ত্রী রমন সিংহ, ডিজিপি ও পুলিশ বাহিনীকে অভিনন্দন এই বিরাট সাফল্যের জন্য। সরকারের আত্মসমর্পণ নীতি সফল হয়েছে বলে চাপে পড়ে হিংসার রাস্তা পরিত্যাগ করছে নকশাল ক্যাডাররা, এমনই অভিমত জানিয়েছেন তিনি। বলেছেন, আশা করি, বাকি মাওবাদীরাও হিংসা ছেড়ে মূলস্রোতে ফিরবে।

তিনি বলেছেন, এতে বোঝা যাচ্ছে, ছত্তিশগড় সরকার উগ্র বাম কর্মীদের সামলাতে যথাযথ ভাবে আত্মসমর্পণ ও পুনর্বাসন পলিসি কার্যকর করছে। এতে ফল দিচ্ছে, ছত্তিশগড়ের নিরাপত্তা পরিস্থিতিতে ইতিবাচক বদল আনতে সাহায্য করছে তা।