বেঙ্গালুরু: কর্ণাটকে স্কুলের পাঠ্যবই থেকে টিপু সুলতান সংক্রান্ত অধ্যায় মুছে ফেলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তিনি জানিয়েছেন, ‘আমাদের সরকার রাজ্যের পাঠ্যবই থেকে টিপু সুলতানের ইতিহাস প্রসঙ্গ মুছে ফেলার চেষ্টা করছে। পাঠ্যবইয়ে এই ধরনের বিষয় থাকা উচিত নয়। ১০১ শতাংশ নিশ্চিতভাবে বলতে পারি, আমরা এটা হতে দেব না।’


ইয়েদুরাপ্পার এই মন্তব্যের পরেই কর্ণাটক বিজেপি-র পক্ষ থেকে ট্যুইট করা হয়েছে, ‘টিপু জয়ন্তী পালন বন্ধ করে দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কর্ণাটকের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে, আমাদের শিশুদের কাছে টিপু সুলতানের আসল চেহারা তুলে ধরার জন্য পাঠ্যবই নতুন করে লেখা উচিত। হিন্দুদের প্রতি অত্যাচারী শাসকের নিষ্ঠুরতা এবং কন্নঢ়-বিরোধী শাসনের বিষয়ে শিশুদের সচেতন করা দরকার।’

কয়েকদিন আগেই স্কুলের পাঠ্যবই থেকে টিপু সুলতানের অধ্যায় সরিয়ে দেওয়ার দাবি জানান মাদিকেরির বিজেপি বিধায়ক আপ্পাচু রঞ্জন। এরপরেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করলেন। কর্ণাটক সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া বলেছেন, ‘কর্ণাটকের বিজেপি সরকার দলের প্রতি অনুগত হয়ে কাজ করছে। এটা কি সত্যি নয় যে টিপু সুলতান আমাদের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? তাঁর অধ্যায় পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হলে এই ইতিহাস মুছে ফেলা হবে। আমাদের স্বাধীনতা আন্দোলনে টিপু সুলতানের ভূমিকার বিষয়ে পরবর্তী প্রজন্মের অবশ্যই জানা উচিত।’