লকডাউনের ২১ তম দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, করোনা যুদ্ধে সাফল্য পেতে, দেশবাসীকে সুরক্ষিত রাখতে ৩ মে অবধি বাড়ছে লকডাউনের সময়সীমা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবারও ৭ টি বিষয়ে দেশবাসীকে নজর দিতে বারবার অনুরোধ জানালেন। তিনি বললেন,
- বাড়ির বয়ষ্কদের খেয়াল রাখুন। বিশেষত যাঁদের অন্যান্য অসুখ আছে, এমন বৃদ্ধদের প্রতি বিশেষ নজর রাখুন।
- লক ডাউন, সোশ্যাল ডিসট্যান্সিং কঠোর ভাবে পালন করুন। মাস্ক পরুন। বাড়িতে তৈরি করা মাস্ক পরুন।
- আয়ূষ মন্ত্রালয়ের নির্দেশ পালন করুন। গরম জল, কারা খান।
-করোনা সংক্রমণ রুখতে আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
- যতটা সম্ভব গরিব মানুষদের পাশে দাঁড়ান। তাঁদের অন্ন সংস্থানে সাহায্য করুন।
- কর্মীদের প্রতি সংবেদনশীল হউন। কাউকে চাকরি থেকে বরখাস্ত করবেন না।
- করোনা যোদ্ধা ডাক্তার, নার্স, সাফাই কর্মী, পুলিশ, এঁদের সকলকে সম্মান দিন। এঁদের জন্য গৌরবান্বিত বোধ করুন।
৩ মে অবধি লকডাউন মেনে চলুন। রাষ্ট্রকে জীবন্ত ও জাগ্রত রাখতে সঙ্ঘবদ্ধ হউন।বার্তা প্রধানমন্ত্রীর।