যমজ সন্তানের জন্ম, ৭৪ বছর বয়সে প্রথমবার মা হলেন অন্ধ্রপ্রদেশের এক মহিলা
Web Desk, ABP Ananda | 05 Sep 2019 05:22 PM (IST)
২০০৬ সালে স্পেনের এক মহিলা ৬৬ বছর বয়সে মা হওয়ার বিশ্বরেকর্ড গড়েন। সেই রেকর্ড ভেঙে দিলেন ই মঙ্গায়াম্মা নামে এই মহিলা।
অমরাবতী: পাঁচ দশকেরও বেশি সময় ধরে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর অবশেষে ৭৪ বছর বয়সে মা হলেন অন্ধ্রপ্রদেশের এক মহিলা। তিনি আইভিএফ পদ্ধতিতে গুন্টুরের একটি বেসরকারি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। মা ও দুই সদ্যোজাত কন্যাসন্তান সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ২০০৬ সালে স্পেনের এক মহিলা ৬৬ বছর বয়সে মা হওয়ার বিশ্বরেকর্ড গড়েন। সেই রেকর্ড ভেঙে দিলেন ই মঙ্গায়াম্মা নামে এই মহিলা। চিকিৎসক শাণক্যয়াল অরুণা জানিয়েছেন, ১৯৬২ সালে ই রাজা রাও নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় মঙ্গায়াম্মার। কিন্তু এতদিন তাঁদের কোনও সন্তান হয়নি। কিছুদিন আগে তাঁদের এক প্রতিবেশী মহিলা ৫৫ বছর বয়সে কৃত্রিমভাবে সন্তানের জন্ম দেন। সেটা দেখে নতুন আশার সঞ্চার হয় মঙ্গায়াম্মার মনে। তিনি আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা শুরু করেন। এ বছরের জানুয়ারিতে তিনি কৃত্রিমভাবে গর্ভবতী হন। বয়সের কথা মাথায় রেখে এরপর থেকেই তাঁকে হাসপাতালে রাখা হয়। তবে তাঁর উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস না থাকায় সন্তানের জন্ম দিতে কোনও সমস্যা হয়নি। মা হয়ে মঙ্গায়াম্মা খুব খুশি।